সেতু থেকে নদীতে ঝাঁপ তরুণীর, জীবন বাজি রেখে উদ্ধার করলেন অচেনা যুবক!

আজ এখন নিউজ ডেস্ক, 6 ফেব্রুয়ারি: মালদহের মানিকচকের ভূতনি সেতুতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে এক তরুণী সেতুর উপর থেকে ফুলহার নদীতে ঝাঁপ দেন। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, নদীতে ঝাঁপ দেওয়ার আগে ওই তরুণী এক নাবালকের মোবাইল ফোন নিয়ে কারও সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এরপর ফোনটি ফেরত দিয়ে সেতুর মাঝামাঝি গিয়ে নদীতে ঝাঁপ দেন। নদীর জলে পড়ার পর তিনি ছটফট করতে থাকেন।

এমন দৃশ্য দেখে এক সাহসী যুবক লিটন মিয়া, এক মুহূর্তের জন্যও দেরি না করে জীবন বাজি রেখে সেতু থেকে নদীতে ঝাঁপ দেন। প্রবল স্রোতের বিরুদ্ধে লড়াই করে তিনি তরুণীকে টেনে নিয়ে আসেন নদীর তীরে। তখন তরুণী প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান। আপাতত চিকিৎসা চলছে, তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

পুলিশ ওই তরুণীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে এবং কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, সম্পূর্ণ অপরিচিত হওয়া সত্ত্বেও সাহসী যুবক লিটন মিয়া যে নির্ভয়ে জীবন বাজি রেখে তরুণীকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়েছেন, তা সকলের প্রশংসা কুড়িয়েছে। তাঁর এই মানবিক উদ্যোগ সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।