আজ এখন নিউজ ডেস্ক, 16 জানুয়ারি: দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে উঠে এসেছে পারিবারিক সংঘাতের মর্মান্তিক কাহিনি। বুধবার সন্ধ্যায় রাজেন্দ্র প্রসাদ কলোনিতে নিজের বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর দেহ উদ্ধার করে পুলিশ। খাটের নীচে লুকানো অবস্থায় পাওয়া যায় ওই দেহ, গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণী স্থানীয় এক ক্যাফেতে কাজ করতেন। তিনি তাঁর মায়ের সঙ্গে বসবাস করতেন, যিনি একটি চায়ের দোকানে কাজ করতেন। ঘটনার দিন তরুণী ক্যাফেতে যাননি এবং দুপুর থেকে তাঁর ফোনও বন্ধ ছিল। পরে বাড়িতে রক্ত দেখতে পেয়ে মা পুলিশে খবর দেন।
তদন্তে নেমে পুলিশ প্রাথমিকভাবে পারিবারিক দ্বন্দ্বের দিকটি খতিয়ে দেখে। সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করা হয় নিহত তরুণীর ভাইপো সাবির আলিকে। পুলিশি জেরায় সাবির স্বীকার করেন, ধার চাওয়া ১০ হাজার টাকা নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া বাধে। তরুণী অপমান করলে উত্তেজিত হয়ে তিনি ছুরি দিয়ে আঘাত করেন এবং পরে খাটের নীচে দেহ লুকিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে তরুণীর মৃত্যু নিশ্চিত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আরও তথ্য উঠে আসবে। খুনের ঘটনায় ধৃত সাবিরকে আদালতে পেশ করা হবে।