আজ এখন নিউজ ডেস্ক, 27 ডিসেম্বর: ডেরা বদলে ফের আলোচনায় এসেছে বাঘিনি জিনাত। মহারাষ্ট্র থেকে ওডিশার সিমলিপাল টাইগার রিজার্ভে আনা হলেও, বাঘিনির সেই নতুন পরিবেশে বেশিদিন মন টেকেনি। গত নভেম্বরের শেষ সপ্তাহে সিমলিপাল ছেড়ে বেরিয়ে পড়ে সে। ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রামের জঙ্গল হয়ে পুরুলিয়ার বান্দোয়ান এলাকায় এসে পৌঁছায়। এরপর ডেরা বদল করে এবার মানবাজারের জঙ্গলাঞ্চলে ঢুকে পড়েছে।
বান্দোয়ানের রাইকা ও ভাঁড়ারির জঙ্গল পেরিয়ে জিনাত এখন মানবাজার ২ নম্বর ব্লকের শুশুনিয়া-বুরুডি এলাকায় ঘোরাফেরা করছে। ব্লক প্রশাসন ও বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যেই এলাকাবাসীকে সতর্ক করেছে। মানবাজারের বিডিও শুক্রবার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সতর্কবার্তা প্রকাশ করেন। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, বুরুডি সংলগ্ন জঙ্গলে জিনাতের পায়ের ছাপ পাওয়া গেছে এবং তার গতিবিধি নজরে রাখা হচ্ছে।
জ়িনাতের ডেরা বদল বন দপ্তরের কাছে এক বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। নতুন অঞ্চলের জঙ্গল ঘন না হওয়ায় তাকে ট্র্যাক করা কিছুটা সহজ হতে পারে। তবে সেই অঞ্চলে জনবসতি বেশি থাকায় মানুষের সুরক্ষা নিশ্চিত করাটাই এখন বড় চ্যালেঞ্জ। কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো জানিয়েছেন, “বাঘিনিকে ধরার চেষ্টা চলছে এবং বন দপ্তরের কর্মীরা এলাকায় মোতায়েন রয়েছে।”
মহারাষ্ট্রের আন্ধেরি-তাডোবার জঙ্গল থেকে ওডিশার সিমলিপালে আনা হয়েছিল জিনাতকে। ২৪ নভেম্বর তাকে সিমলিপালের মুক্ত জঙ্গলে ছাড়া হয়েছিল। কিন্তু বছর তিনেকের মধ্যেই সেই পরিবেশে স্থায়ী হতে পারেনি সে। গত মঙ্গলবার ঝাড়খণ্ডের চাকুলিয়ায় তার দেখা মেলে। এরপর ঝাড়গ্রামের পথ ধরে পুরুলিয়ার জঙ্গলে প্রবেশ করে জ়িনাত। বন দপ্তর তার গতিবিধি পর্যবেক্ষণ করে একাধিক টোপও দিয়েছে। কিন্তু বাঘিনি সেই সমস্ত টোপ উপেক্ষা করে নতুন ডেরার খোঁজে এগিয়ে চলেছে।